নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুল চত্বরে পিঠা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন এবং উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া শিক্ষা ও সাংস্কৃতিকবান্ধব জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আসলাম হোসেন।
পিঠা উৎসবের উদ্বোধনকালে ডিসি মোঃ আসলাম হোসেন বলেন, পিঠা উৎসব বাঙালি জাতির আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যের সঙ্গে শিশু-কিশোরসহ নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন পিঠা উৎসব সবাইকে আনন্দিত করে। সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকের সহধর্মিণী মোসাঃ জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনুর আক্তার, সহকারী কমিশনার ভূমি অধিগ্রহণ শাখা কানিজ ফাতেমা লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, খাদিজা পারভিন, মুনিরা সুলতানাসহ সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। সভা পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার। পিঠা উৎসবে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ও অভিভাবকরাও নিজ নিজ ব্যানারে অংশগ্রহন করে। এতে প্রথম হয় ৬ষ্ঠ শ্রেণি যেখানে ৮০ রকম পিঠা প্রদর্শিত হয়, ২য় স্থান ১০ম শ্রেণি যেখানে ৬০ রকম পিঠা ও ৩য় স্থান ৮ম শ্রেণি যেখানে ৬০ রকম পিঠা প্রদর্শিত হয়। বিজয়ীদের হাতে প্রাইজ মানি তুলে দেন সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও অধ্যক্ষ মোসাঃ জাকিয়া সুলতানা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি