দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডে-পুটি কমান্ডার ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ মো. নজরুল ইসলাম, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, দৌলতপুর থানার প্রতিনিধি, মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ^াস মহি, দৌলতপুর মৎস্য অফিসার খন্দকার সহিদুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী।
সভাপতির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক চোরাচালান বন্ধে বিজিবিসহ সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্শেদনা প্রদান করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি