নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত সামাজিক সংগঠনই পারে ভালো কিছু করতে বলে মত দিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে খেয়া রেস্তোরাঁয় কুষ্টিয়ার সম্মিলিত সামাজিক সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ মত দেন।
বক্তারা বলেন, জীবন তো ক্ষণিকের। আর এই ক্ষনিকের জীবনে নিজের,পরিবারের, সমাজের ও রাষ্ট্রের দায়বদ্ধতা অনেক। তাই আপনার আমার একটু একটু ভাবনা পাল্টে দিতে পারে মানুষের এই জীবনকে। শুধু নিজেরই নয় বরং আস্তে আস্তে বদলে দেবে চারিপাশের সবকিছুই। একটাইতো জীবন, সেটা হোক সুখ-সমৃদ্ধে ভরপুর। কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করে ভালো থাকতে হবে ব্যাপারটা এমন নয়। বরং খুব সামান্য কথা জীবনে এনে দিতে পারে অন্য মহত্ব। আর এজন্য সাংগঠনিকভাবে এসব কাজে সহজেই সফলতা বয়ে আনা সম্ভব। বক্তারা আরও বলেন, কুষ্টিয়ার সামাজিক সংগঠনগুলো যেভাবে কাজ করে যাচ্ছে এভাবে কাজ করলে এবং সকল সংগঠন মিলে একত্রিত হয়ে কাজ করলে আরো কুষ্টিয়ার সামাজিক কর্মকান্ড এগিয়ে নেওয়া সম্ভব হবে।
দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমসের সম্পাদক ড. আমানুর আমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারীয়ান অজয় সুরেকা। বিশেষ অতিথি ছিলেন সানআপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলো, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট সৈয়দা হাবিবা পাখি বিশ্লেষক এস আই সোহেল, পাখি বিশারদ শাহাবুদ্দিন মিলন ও শৈবাল আদিত্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মুহাইমিনুর রহমান পলল।
মতবিনিময় সভায় দলছুট, উৎসর্গ ফাউন্ডেশন, কুষ্টিয়া, হিমু পরিবহন, কুষ্টিয়া, বিডি ক্লিন, কুষ্টিয়া, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, কুষ্টিয়া মেডিক্যাল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন অব কুষ্টিয়া, কুষ্টিয়া যুব নেটওয়ার্ক (Youth Network), আলো স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, আইডিয়াল ইয়ুথ ইয়নিয়, স্বপ্ন প্রয়াস, মাজা কমিটি, ক্রিয়েটিভ কুষ্টিয়া, কুষ্টিয়া ফিল্ম সোসাইটি, সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ, এনডিএফ বিডি, খুলনা জোন, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব, কুষ্টিয়া, মানুষ মানুষের জন্য, প্রযুক্তিতে কুষ্টিয়া, নোঙর, কুষ্টিয়া, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি পরিষদ, বর্ণমালা সংস্থা, কালপুরুষ, মুক্তিযুদ্ধ মঞ্চ, স্মাইল ইন লাইফ কুষ্টিয়া ও কুষ্টিয়া বার্ড ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মত প্রকাশ করেন।
সভায় জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সম্মিলিত সামাজিক জোট। মুলধারার এই সংগঠনের নেতৃত্বে অন্তত ৪০ টি সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করবে। এছাড়াও সভায় করোনা ভাইরাস বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি