December 8, 2024, 5:42 am
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
ঈদের জন্য কয়েকটি পর্ব তৈরির পরিকল্পনা করছেন গালিব। যেখানে প্রথমবারের মতো তার আড্ডায় অতিথি হচ্ছে কলকাতার ব্যান্ড ফসিলসের গায়ক রূপম ইসলাম। থাকছেন বাংলাদেশের প্রবাসী সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির।
গালিব বলেন, ‘রূপম ইসলাম বাংলাদেশ সময় ঈদের দিন রাতে ও ফুয়াদ আল মুক্তাদির চাঁদরাতে আড্ডায় যোগ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা, ভারতীয় সাড়ে দশটা ও নিউ ইয়র্ক সময় দুপুর ১টায় সরাসরি ফেসবুকে দেখানো হবে। এই অনুষ্ঠানগুলো থাকছে ইউটিউবেও।’
গালিব আজিম২০০৫ সালে থিয়েট্রিকাল ব্যান্ড ‘শহরতলী’ দিয়ে গালিবের যাত্রা শুরু। এতে গানের সঙ্গে কবিতার সমান্তরাল উপস্থাপনায় ব্যান্ডটি আলোচনায় আসে। মূলত বাংলা ব্যান্ডে এটি ছিল নতুন সংযোজন। এর কিছুদিন পর ২০১২ সালে আমেরিকায় পাড়ি জমান এই শিল্পী। ব্যস্ত আছেন নতুন ব্যান্ড থিয়েট্রিকাল নিয়ে।
Leave a Reply