December 5, 2024, 10:44 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কলেজ পাড়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে এবং দোকান লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় ৩ জন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে।
ভেড়ামারা শহরের কলেজ পাড়ার মৃত খাতির সরদারের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কনসটেবল চাঁদ আলীর লিখিত অভিযোগ ও থানা সুত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার সময় উপজেলার ক্ষেমিরদিয়াড় এলাকার জয়নাল হোসেন (৫৫), তার ছেলে রাব্বি (২৪), এবং সুরুজ আলী (১৭) ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের কারনে গালাগালিজসহ খুন জখমের হুমকি দেয়। ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমন করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আজিম উদ্দিন মারধর করে। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে ক্যাশের ড্রয়ার থেকে গ্যাস ও তেল বিক্রির ৬২ হাজার টাকা লুট করে নেয়। আজিম উদ্দিন এর আত্মচিৎকারে লোকজন ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়। আসামীগণ ঘটনা¯’ল ত্যাগ করার সময় হত্যার হুমকি দেয়।
Leave a Reply