দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এ ত্যথ জানানো হয়।
দেশের ৪৯টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২৬৭টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি। গত ২৪ ঘণ্টা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫শ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ১১ জন এবং নারী চারজন। বিভাগ বিশ্লেষণে ঢাকায় সাতজন এবং চট্টগ্রাম বিভাগে আটজন। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। মোট ১৫ জন মৃত্যুবরণ করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি