February 8, 2025, 9:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশজুড়ে আর লকডাউনে যেতে চায় না সরকার। ১৫ জুনের পর প্রয়োজনের প্রেক্ষিতে জোন ভিত্তিক লকডাউন হবে। আপাতত এরকমটিই ভাবা হচ্ছে সরকারের নীতি নিধারর্ণী পর্যায়ে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জোন ভিত্তিক লকডাউনের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাবনায় সাধারন মানুষের জীবন ও জীবিকা খুব প্রাধান্য পেয়েছে। পুরে দেশ লকডাউনে নেয়ার ফলে কর্মহীন মানুষের খাদ্য সংস্থানসহ এবার সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগোতে চায় সরকার।
ইতোমধ্যে জাতিয় বাজেট ঘোষিত হয়েছে। বাজেটের লক্ষ্য অর্জনকেও গুরুত্ব দিতে হচ্ছে। তাই আর গোটা দেশ লকডাউন নয়, অর্থনীতি বাঁচিয়ে অধিক সংক্রমিত ‘রেড জোনগুলোতে’ কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
দীর্ঘ সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে বিধি মেনে অফিস আদালত এবং গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। যেটা এখন কার্যকর।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধমকে বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত রেড জোন জায়গাগুলো লকডাউন থাকবে। রেড জোনগুলোতে স্পেশাল ট্রিটমেন্ট হবে। এসব এলাকায় স্পেশাল কেয়ার থাকবে, যাতে মুভমেন্ট না থাকে। রেড জোনগুলোতে অফিস বন্ধ থাকবে।
এসব এলাকাগুলোতে যাদের খাবার প্রয়োাজন তাদের মধ্যে খাবার বিতরণ, সামর্থ্যবানদের কেনাকাটার ব্যবস্থা করা হবে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জনসাধারণের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত থাকবে। পরিস্থিতির প্রয়োজনে এ লকডাউন ৭ বা ১৪ দিন বা তারও বেশী সময় ধরে বলবৎ থাকবে।
তবে আগামী ১৫ জুনের পরও বর্তমান সীমিত পরিসরে কার্যক্রমের গতি অব্যাহত থাকবে।
জোন ভিত্তিক লকডাউনে আরেকটি বড় সুবিধা হবে সেটি হলো সরকারের জনবল ব্যবস্থাপনা। পুরো দেশ লকডাউন করে জনবল কাঠামো বিশেষ করে পুলিশী কার্যক্রম বিন্যাস করা চরম কঠিন হয়ে উঠেছিল।
১৫ জুনের পর জোনভিত্তিক লকডাউন বাস্তবায়নে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত গঠিত কমিটি সক্রিয় করার পরিকল্পনা করা হয়েছে।
সরকারের আরেকটি অভিজ্ঞতা হয়েছে সেটি হলো গত ঈদে যারা ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে আরেক জেলায় গিযেছেন সংক্রমণ ছড়ানোয় তারা একটি বড় ভুমিকা রেখেছেন।
এদিকে এবার নিয়ম কানুন গ্রাম পর্যন্ত সম্প্রসারিত করা হবে। গ্রামগুলোতে সাধারনত এখনও ঢিলেঢালা জীবন যাপন চলছে। এখানেও নিয়ম মানার বিষয়টি কঠোর করা হবে।
Leave a Reply