দৈনিক কুষ্টিয়া র্স্পোটস ডেস্ক/
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোকে নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একাডেমিগুলোকে বাফুফের অধীনে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কাজটি শুরু করেছে বাফুফে। খোঁজ নিয়ে দেশে ১২১টি একাডেমির খবর পাওয়া। আরও একাডেমি আছে কি না, তা খোঁজ নিয়ে সেগুলোকে টেকনিক্যাল সহায়তা দেয়ার কাজ শুরু করবে বাফুফে।
কাজী মো. সালাউদ্দিনের এটা হবে। বাফুফের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে চলমান একাডেমিগুলো তালিকা করে তাদের তিনটি গ্রেড করে সহযোগিতা প্রদান করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি