দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্টুডিও ব্যবসায়ী রফিকুর রহমান শহরের বড় বাজারের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
রফিকুর রহমানের ভাই মো. মিল্টন জানান, ৫ আগস্ট ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা দেয়া হয়। ৯ আগস্ট করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি