December 8, 2024, 3:31 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
আগামী বছর থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পযর্ন্ত পরীক্ষা উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন পিছিয়ে যেতে পারে। তবে সামনে বছর থেকে সারা দেশ থেকে হাজার খানেক স্কুলকে বেছে নিয়ে সেগুলোতে এ পদ্ধতি চালু করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।
সুত্রটি জানায় দেশের ৬৫ হাজার বিদ্যালয়েই এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত থাকলেও করোনা পরিস্থিতির কারণে আগামী বছর থেকে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আগামী বছর দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস মূল্যায়ন চালু করা সম্ভব না হলেও বেছে বেছে বিভিন্ন জেলার এক হাজার স্কুলে ক্লাস মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। ২০২২ সাল থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এ পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।
২০২২ সালে নতুন কারিকুলামের পুরো বাস্তবায়ন হবে। ‘গতানুগতিক প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না। সারা বছরেই ক্লাসে মূল্যায়ন করা হবে। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর আচার-আচরণ সবগুলো বিষয় মূল্যায়ন করে গ্রেড দেয়া হবে বলে।’
Leave a Reply