-চিরচেনা দিন-
কাশমেয়ে ওড়ায় আঁচল শরতের কাশবনে
নায়রি দু'হাত বাড়ায় মনোময় সুখের আশায়
তবুও বিফল হয় নকশা জীবন ---
জীবনের ভাঁজে ভাঁজে চলে জলজ আকুতি!
রাতের নদী ছুঁয়ে পৌরাণিক নৌকো ভাসে ,
স্বপ্নকে বুনে বুনে
একাকি ঘুমিয়ে পড়ে অস্থির চাঁদ,
চাঁদও কী বোঝে হায় দহনের ভাষা!
ইথারের তারে তারে ভ্রাম্যমান সুর বাজে
চোখের পাতা ছুঁয়ে হাসে বাঁশবাগান
জোনাকির জ্বলজ্বলে চোখ ---
বিমূর্ত ব্যঞ্জনায় আনে নতুন সকাল।
কখনও
আধুনিক সেলফোন,
গুগল- টুইটারের ফ্রেমবন্দি সময়
ভীষণ পানসে মনে হয়
জীবনের বাস্তবতা ছুঁয়ে জানা হয় অনেককিছু,,!
শরৎ চলে যায়, নায়রি শেফালি কাঁদে
পূজোর গন্ধে হাসে চিরচেনা দিন
স্মৃতিরা সরব হয়, অতীত হাত বাড়ায়
ঋতুর কাছেই থাকে স্বপ্নীল ঋণ !!
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি