February 6, 2023, 5:28 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সরকারের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দেশের আট বিভাগের আট ইউনিয়নে পরীক্ষামূলকভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় দেশব্যাপী বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধা ভাত শিওর ক্যাশের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।এটি সরকারী রূপালী ব্যাংক’র একটি ব্যাংকির সেবা।
এর মধ্যে শিওরক্যাশ বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে সুবিধাভোগীদের ভাতার টাকা বিতরণ করেছে। প্রতি মাসে বয়স্ক ও বিধবারা ৫০০ টাকা এবং প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে পাচ্ছেন।
শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উঠানোর জন্য ভাতাভোগীকে কোনো ধরনের চার্জ দিতে হচ্ছে না।
Leave a Reply