প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২১, ৭:৫২ পি.এম
খোকসায় পাটের বাম্পার ফলন, কাটতে শুরু করেছে অনেক কৃষক
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার কৃষকরা সেচ পাম্পের সাহায্যে পানি সেচ দিয়ে আগাম পাট বীজ রোপন করে এবার পাটের ভালো ফলনের আশা করছেন। এরই মাঝে কৃষকরা লাভের আশায় জমি থেকে আগাম পাট কাটতে শুরু করেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, পাট চাষে এবারের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৪ হেক্টর জমি। উপজেলার কৃষকরা ৪ হাজার ৪৪৮ হেক্টর জমিতে পাটের চাষ করেছে।যা লক্ষমাত্রা থেকে প্রায় সাড়ে ৩'শ হেক্টর বেশী।
সবচেয়ে বেশি পাটের আবাদ হয়েছে জানিপুর ইউনিয়নে ৯'শ হেক্টর জমিতে।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৮ টি কৃষি ব্লকে এবার এই পাটের আবাদ হয়েছে।
এদের মধ্যে আমবাড়িয়া ইউনিয়নের ২৫৮ হেক্টর, গোপগ্রাম ইউনিয়নে ১৭০ হেক্টর, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৪৭০ হেক্টর, শোমসপুর ইউনিয়নের ৩৪০ হেক্টর, খোকসা ইউনিয়নে ১৪০ হেক্টর, পৌরসভায় ৯৫ হেক্টর, শিমুলিয়া ইউনিয়নে ৭৩৫ হেক্টর, ওসমানপুর ইউনিয়নে ৪১০ হেক্টর ও বেতবাড়িয়া ইউনিয়নে ৮৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
খোকসা পৌরসভার মাঠপাড়ার কৃষক একরাম হোসেন (৬৪) বলেন, তীব্র খরার মধ্যে পাম্প থেকে সেচ নিয়ে আগাম পাট চাষ করেছিলাম। একটু খরচ বেশি হলেও এবার ভালো পাটের ফলন আশা করছি। সেইসাথে পাটের দাম বেশ ভালো থাকায় আগাম পাট কাটতেও শুরু করেছি। আশাকরি ভাল দাম পাওয়া যাবে।
ওসমানপুর ইউনিয়নের কৃষক মনিরুল ইসলাম (৩৪) বলেন, কৃষি অফিসের প্রশিক্ষণ ও উন্নত বীজ নিয়ে এবার পাটের আবাদ করেছিলাম আগাম চাষ করে পাট অনেক ভাল হয়েছে। এখন পাট কাটতে ব্যস্ত রয়েছি। জিকে ক্যানেলের পানি এসেছে। ঐ পানিতে পাটের জাগ দিবো বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, উপজেলার পাট চাষীদের আধুনিক উন্নত প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ-সার ও প্রণোদনা সরবরাহ করায় কৃষকের মাঠের পাট অনেক ভাল হয়েছে। তারা সেচ নিয়ে আগে পাটের আবাদ করেছিল তারা কেউ কেউ কাটতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি পাট কাটা শুরু হয়নি। গত দুই দিন বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি হলেই খাল-বিল নদী-নালা পরিপূর্ণ হবে। তখনই পাট জাগ দিতে সুবিধা হবে।
তিনি বলেন এবারও উপজেলায় পাটের বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি এবং পাটের ন্যায্যমূল্য কৃষকরা পাবেন।
এদিকে উপজেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা যারা আগাম পাট চাষ করেছিল শুধুমাত্র তারাই কেউ কেউ পাট কাটা শুরু করেছে। তবে আরো প্রায় ৮ থেকে ১০ দিন পর পাটা কাটা শুরু হবে বলে কৃষি অধিদপ্তর জানিয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি