November 7, 2025, 4:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ আসবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ নেতৃত্বে কুষ্টিয়ার সেতু/ “আমার ব্যাংক” নামে ডিজিটাল ব্যাংক পরিচালনার উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

জলবায়ু পরির্বতন দুর্যোগ মোকাবেলা করতে যথাযথ নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

আসন্ন জলবায়ু পরির্বতন দুর্যোগ মোকাবেলা করতে হলে যথাযথ নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যথাযথ নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আবাসন গড়ে তুলতে ভ‚-তাত্তি¡ক ও ভ‚-প্রযুক্তিক কৌশলকে অনেক গুরুত্ব দিতে হবে। দুর্যোগ প্রশমিত অধিকতর টেকসই, নিরাপদ নগর গড়ে তুলতে হবে। যদি এটা করা না যায় জলবায়ূ পরির্বতনের ঢেউ আছড়ে পড়লে জনজীবনে ভয়াবহ বির্পযয় নেমে আসবে।

এমন মতাসত উঠে এসেছে “কুষ্টিয়া পৌসরভা ও আশপাশ এলাকায় জলবায়ূ পরিবর্তন সহিষ্ণু নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভ‚-বৈজ্ঞানিক তথ্য উপাত্ত ব্যবহার শীর্ষক এক ওর্য়্যকশপে। কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলানায়তনে জার্মান এ ওর্য়্যকশপের আয়োজন করে কুষ্টিয়া পৌরসভা ও বাংলাদেশ ভ‚তাত্তি¡ক জরিপ অধিদপ্তর। বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের ফেডারেল ইনস্টিউট ফর জিওসায়েন্স এন্ড ন্যাচারাল রির্সোস (বিজিআর) যৌথভাবে রাজধানী ঢাকা, কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করছে।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গ ছিলেন বাংলাদেশ ভ‚তাত্তি¡ক জরিপ অধিদপ্তরের উপ মহা পরিচালক আব্দুল বাকি খান মজলিশ, বিবিজআর-জার্মানের প্রজেক্ট কো-অর্ডিনেটর লিনা মারিয়া লোরেনজেন ও ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার ওয়ারেন বুর্চাট, বাংলাদেশ ভ‚তাত্তি¡ক জরিপ অধিদপ্তরের পরিচালক (জিওলজি) ও প্রকল্প পরিচালক আশরাফুল কামাল, পরিচালক (জিওলজি) নুরুন্নাহার ফারুকা।
ওর্য়্যকশপে কি-নোট উপস্থাপন করেন বিজিআর’র স্থানীয় মু্খ্য উপদেষ্টা এটিএম আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম।
ওর্য়্যকশপে বলা হয় দেশে প্রতিটি মুহুর্তেই নগরায়ন ঘটছে। মানুষ স্থানীয় পর্যায় থেকে শহরমুখী হচ্ছে। শহরে যখন আবাসন গড়ে উঠছে তখণ আবাসন গড়ে তোলার সকল নিয়ম-কানুন, কলাকৌশল প্রতিপালিত হচ্ছে না। অথচ এটা করতে ভু-স্তরের উপরিভাগ ও নিম্নভাগের ভূ-তাত্তি¡ক উপাত্ত, গঠনপ্রকৃতি, আসন্ন কোন দুর্যোগের উৎস ও তা মোকাবেলার করার পূর্ণ তথ্য জানা প্রয়োজন। ওর্য়্যকশপে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়।

দিনব্যাপী ওর্য়্যকশপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পৌরসভার কাউন্সিলর, প্রকৌশল শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net