December 8, 2024, 3:32 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দু থেকে তিনদিনের মধ্যেই তাপমাত্রা আরও কমবে বলে প্র্বূাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ওদিকে উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও দেখা দেয়নি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। যদিও গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। এ হিসেবে আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।
এছাড়া সারাদেশের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে সিলেটে। শনিবার সিলেটে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সকালে ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৭ ডিগ্রি ছিল কক্সবাজারের টেকনাফে।
Leave a Reply