December 6, 2024, 11:23 pm
দৈনিক কুষ্টিয় অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে একটি সরকারী আবাসন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে ঘটনাটি ঘটলেও বিষয়টি জানা গেছে দুপুরে পরে। দুপুরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনা ঘটেছে উপজেলার কয়া ইউনিয়নের কয়া আবাসন প্রকল্প-২ এ।
মৃত দম্পতি হলেন, জামাল শেখের ছেলে সুমন শেখ (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন (২০)। তাদের ৪ বছরের একটি শিশু সন্তান রয়েছে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার মৃত সুমন শেখের পিকা জামাল শেখের বরাত দিয়ে জানান তিন দিন পর আত্মীয়বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় নিজবাড়ি ফিরে আসেন সুমন ও সোনিয়া। স্বাভাবিকভাবে রাতে ঘুমিয়ে পড়েন তারা।
রাত পৌনে ৪টার দিকে তাদের একমাত্র সন্তান সোহানের (৩) কান্না শুনতে পান বাবা জামাল শেখ। পরে তিনি তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা ভেঙে ফেলে তিনি দেখেন, সুমন রশির সঙ্গে ঘরের আড়ায় ঝুলছে আর সোনিয়া উপুড় হয়ে বিছানায় পড়ে আছে। সোনিয়ার বাম হাতে বিদ্যুতের সংযোগের তার ছিল।
চার বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। সুমন ছিলেন পেশায় আইসক্রিম বিক্রেতা।
সুমনের স্ত্রী সোনিয়ার পিতা কুষ্টিয়ার খোকসা উপজেলার হেলালপুর গ্রামের লিটন হোসেন জানান তার জানা মতে জামাই ও মেয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। কেন তারা আত্মহত্যা করতে গেল তিনি বুছতে পারছেননা।
সুমনের পিতা জামাল শেখ জানান তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হতে দেখেঝেন তিনি। কিন্তু আত্মহত্যার মতো কিছু হতে পারে ভাবেন নি কখনো।
ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনাটিকে আতœহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply