December 9, 2024, 10:06 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চতুর্থ ধাপে আজ কুষ্টিয়ার খোকসার ৯ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে উপজেলায় ৯ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪০ জন, সদস্য পদে ২৮০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে একজন চেয়ারম্যান বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়ে রয়েছেন।
উপজেলার ৩নং বেতবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নুরুল আজম খান তার প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বাবুল আকতার নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী হিসাবে বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মোঃ সায়েদুজ্জামান, ৯ নং ওয়ার্ডের আকাম উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ জহুরা খাতুন ও ৪ নং জানিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা রশিদুল আলম বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য ৭৮টি ভোট কেন্দ্রে সকালে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, মাঠে রয়েছে ৩ প্লাটুন বিজিবি, স্টাইকিং ফোর্স, র্যাব, পুলিশ, আনসার, ৫টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply