December 8, 2024, 3:11 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ইতোপূর্বে প্রদানকৃত সভাপতি নিয়োগের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
আজ বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমাকে ঐ বিভাগে সভাপতি নিয়োগ দেয়া হয়েছিল।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাতিকতা বিভাগ এবং বিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ অনুমোদন দেয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাতিকতা বিভাগে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়াকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতি শিক্ষাবর্ষে সাংবাতিকতা বিভাগে স্নাতক পর্যায়ে ৩০ এবং শারীরিক শিক্ষা বিভাগে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
Leave a Reply