December 9, 2024, 10:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় ১ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৬৫। আগের দিন ছিল ১৮ শতাংশ। আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৪৪, কুষ্টিয়ায় ৩১, নড়াইলে ১১, বাগেরহাটে ৫, চুয়াডাঙ্গায় ২০, যশোরে ২৬, ঝিনাইদহে ৯, মেহেরপুরে ১৬ ও সাতক্ষীরায় ২১ জন আছেন। মাগুরায় কোনো পরীক্ষা না হওয়ায় শনাক্তও নেই। কুষ্টিয়ায় ২ এবং যশোর, খুলনা, মেহেরপুর ও নড়াইলে ১ জন করে করোনায় মারা গেছেন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৩৫ জনের। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৩ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৪ জন।
Leave a Reply