December 5, 2024, 10:18 pm
ড. আমানুর আমানের কবিতা
(১)
যখন তুমি বললে আমায় ভালোবাসি
তখন আমি স্বপ্ন হয়ে নীল আকাশে জলজ মেঘ
যখন তুমি হাত বাড়িয়ে ছুঁয়ে গেলে
আমি তখন বৃষ্টি হয়ে তোমার পায়ে নূপুর
(২)
আমি যখন বিদায় নিতে গেলাম
তুমি তখন দরজা জুড়ে খুলে সজল চোখ
নিষেধ আছে হাত বাড়ানোয়
তাই ঠোঁট বাড়িয়ে মুছে দিলাম চোখের জল ।
Leave a Reply