দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে পুকুর খননের সময় একটি ৫০ কেজি ওজনের পাথর মূর্তি পাওয়া গেছে। তবে মূর্তিটি কোন সময়ের বা কি ধরনের মুল্যবান এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান একটি ব্যক্তি মালিকানাধীন পুকুরে ভেকু মেশিন দিয়ে পুরোন পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে আজ কালো পাথরের প্রাচীন একটি মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, কোন ধারনা পাওয়া যায়নি মূর্তিটির বিষয়ে। এটি আদালতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি