November 16, 2025, 2:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা কর হবে ভেড়ামারায় বিএনপি প্রার্থীর কবর জিয়ারত— ধর্মীয় আবেগও কি দলীয় রাজনীতির ছোবলে? কুষ্টিয়ার ২জনসহ মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে আগ্রহী নুসরাত তাবাসসুম ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, যৌথবাহিনীর অভিযান জোরদার গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি দুর্নীতির মামলা

রাজপথেই স্বাধীনতার শত্রু মৌলবাদী শক্তিকে মোকাবেলা করতে হবে : ডা. এসএ মালেক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক বলেছেন ঘরে বসে ‘টেবিল টক’ নয় রাজপথে নামতে হবে। স্বাধীনতার শত্রুরা এখন রাজপথে নামার পাঁয়তারা করছে। মৌলবাদী অপশক্তির আস্ফালন মোকাবেলা করতে রাজপথে নেমেই দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
দেশের প্রবীণ এই রাজনীতিবিদ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়েজানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে ডা. মালেক টেলিকনফারেন্সে অংশ নেন।
তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। তার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। দেশ এখন উন্নত বিশে^র কাতারে যাবার দ্বারপ্রান্তে। অন্যদিকে এখনও একদল মানুষ দেশেকে পিছিয়ে নিতে তৎপর। এদেরকে মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনা সেটাই করছেন। তাকে সহযোগীতা দিতে হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় প্রফেসর আবম ফারুক বক্তৃতা করেন। তিনি বলেন শেখ হাসিনা এই দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। বাংলাদেশকে বিশে^র দরবারে উপস্থাপন করেছেন শেখ হাসিনা। তার নেতৃত্বেই আমরা অচিরেই এক উন্নত বাংলাদেশ পাব। সেই সুদিনের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। এককাতারে দাঁড়িয়ে উন্নয়নে কাজ করতে হবে।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবুর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এ্যাড.নজরুল ইসলাম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড.আমানুর আমান, ইসলামী বিশ^বিদ্যারয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.বাকী বিল্লাহ বিকুল, অগ্রণী ব্যাংক কুষ্টিয়া সহকারী মহা-ব্যাব¯স্থাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দি, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এ্যাড. মুহাইমিনুর রহমান পলল প্রমুখ।
এসময় আরো উপ¯ি’ত ছিলেন, কুষ্টিয়া জেলা ও দায় জর্জ কোর্ট এর সহকারী সরকারী কৌসুলী এ্যাড.সুদিপ্ত সিনহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net