November 11, 2025, 7:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা স্থিতিশীল হলে পুনরায় চালু হবে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ‘অপারেশন ফার্স্ট লাইট’: পদ্মার চরে চার জেলায় ১,৫০০ পুলিশ সদস্যের বিশেষ অভিযান পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ আসবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ইবি’তে হিসাব বিজ্ঞান অ্যালামনাই’র পুনর্মিলনী/শিক্ষার্থীদের উন্নয়নের আরেকটি শক্তিশালী প্লাটফরম এলামনাই : ইবি উপাচার্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন এলামনাই একটি বিভাগের বা একটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উন্নয়নের আরেকটি শক্তিশালী প্লাটফরম যেখানে একে অপরে একটি দারুণ শেয়ারিং ও কেয়ারিং-এ মিলিত হতে পারে। একে অপরের পাশে দাঁড়িয়ে একটি কেয়ারিং স্তর তৈরি করতে পারে, একে অপরের উন্নয়নকে বন্টন করে নিতে পারে। সারবিশ^ জুড়ে এলামনাসরা এভাবেই সংগঠিত ও উন্নয়নের নানা সূত্রে আবদ্ধ।
ভাইস চ্যান্সেলর শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন “একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া” এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশ^বিদ্যালয় টি এস সি সির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুণ্ঠানের আয়োজন করা হয়।
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এর আহবায়ক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম।
ভাইস চ্যান্সেলর বলেন তিনি এই বিশ^বিদ্যালয়ের এলামনাইদের জন্য কিছু করতে চান। তিনি এসময় বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরে এলামনাইদের জন্য একখন্ড জমি দিতে আগ্রহ বোধ করেন। যেখানে এলামনাই ভবন হতে পারে।


তিনি বলেন সারা বিশে^রই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এলামনাইদের মাধ্যমে শিক্ষা, অবকাঠামো, চাকুরী প্রভৃতি ক্ষেত্রে ফচ্রর অবদান রাখার নজীর রয়েছে। বাংলাদেশেও এটি রয়েছে। তিনি মনে করেন ইসলামী বিশ^বিদ্যালয়ে এলামনাই এসোশিয়েসন যথেষ্ট শক্তিশালী তাদের দ্বারাও এখানে এটা সম্ভব হবে।
তিনি তার বক্তব্যে সাবেক ছাত্রদের মুখে এই বিম্ববিদ্যালয়কে একটি আধুনিক মানের বিশ^বিদ্যালয়ে রুপাপন্তরে তাদের ত্যাগ-তিতিক্ষার কথা শুনে সেটি উল্লেখ করে বলেন এটা অভ‚তপূর্ব। এটা একটা নজীর যা ভবিষ্যতে অনেক পথ দেখাবে। তিনি সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর প্রত্যক্ষ সংগ্রামের প্রশংসা করেন। তিনি বলেন সাজুদের মতো ছাত্রনেতারাই বাংলাদেশকে বদলাতে সাহায্য করবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক  বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি শাহ মঞ্জুরুল হক, অ্যালামনাই মোঃ মহসিন ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক তাওহিদ হাসান জুবেরী।
অন্যান্য বক্তারা বলেন, ইসলামী বিশ^বিদ্যালয় বিভিন্ন চড়াই ও উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছে। যেখানে বিশ^বিদ্যালয়ের অ্যালামনাই এর ভুমিকা অপরিসীম। এই বিশ^বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে ভবিষ্যৎতে অ্যালামনাই কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে নিজ নিজ অব¯’ান থেকে কাজ করতে হবে তাহলেই জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন সার্থক হবে বলে বক্তারা বলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net