November 17, 2025, 12:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাটুরিয়ায় পাঁচ ফেরিঘাটের মধ্যে সচল মাত্র একটি জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা কর হবে ভেড়ামারায় বিএনপি প্রার্থীর কবর জিয়ারত— ধর্মীয় আবেগও কি দলীয় রাজনীতির ছোবলে? কুষ্টিয়ার ২জনসহ মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে আগ্রহী নুসরাত তাবাসসুম ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, যৌথবাহিনীর অভিযান জোরদার গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

বিশ্ব ক্ষুধা সূচক/ উদ্বেগজনক অবস্থান থেকে মাঝারি অবস্থানে উত্তরণ বাংলাদেশের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

বিশ্ব ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা জিএইচআই) উদ্বেগজনক অবস্থান থেকে মাঝারিতে উঠে এসেছে বাংলাদেশ। ১২১টি দেশের মধ্যে ৮৪তম স্থানে রয়েছে বাংলাদেশ
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর খামার বাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ২০২২ সালে ১২১টি দেশকে এ গবেষণার আওতায় আনা হয়েছে। ওয়েল্ট হাঙ্গার লাইফ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও হেলভেটাস বাংলাদেশের যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ এর সূচকে দেখা যায়, বাংলাদেশ ১২১টি দেশের মধ্যে ৮৪তম স্থানে রয়েছে। এছাড়া গত কয়েক দশক ধরে বাংলাদেশের অগ্রগতি একই রকম হচ্ছে এবং বর্তমানে ক্ষুধা সূচকে ১৯ দশমিক ৬ স্কোর নিয়ে মাঝারি অবস্থানে আছে। তবে দেশে বিগত বছরগুলোর তুলনায় দৃশ্যমান উন্নতি দেখিয়েছে বলে জানানো হয়।
এছাড়াল গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ অনুযায়ী, বাংলাদেশ ২০১৪ থেকে শতকরা ২৫ দশমিক ৫ ভাগ উন্নতি করেছে। ২০১৪ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬ দশমিক ৩, যা ক্ষুধা সূচকে গুরুতর বলে বিবেচিত হয়। ২০১৪ সাল থেকে এদেশে অপুষ্টির হার, শিশু স্টান্টিং এবং শিশুমৃত্যুর হার সবই কমে গেছে। শিশু অপচয়ের হার পূর্ববর্তী বছরগুলোতে উচ্চ হার ছিল। এ হারও ২০১৪ সালের ১৪ দশমিক ৪ শতাংশের তুলনায় বর্তমানে ৯ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।
অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ড. হাসান শাহরিয়ার কবির এবং কৃষি গবেষণা পরিষদ বাংলাদেশের নির্বাহী সভাপতি ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স জানায়, চারটি মূল সূচকের ওপর ভিত্তি করে দেশগুলোকে বাছাই করা হয়। এগুলো হলো অপুষ্টি, চাইল্ড স্টান্টিং, চাইল্ড ওয়েস্টিং এবং শিশুমৃত্যুর হার। ২০২২ সালের প্রতিবেদনে ১২১টি দেশকে এ গবেষণায় স্থান দেওয়া হয়েছে। যার মধ্যে ৪৪টি দেশে ক্ষুধার মাত্রা গুরুতর বা উদ্বেগজনক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net