দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নির্বাচনে প্রতিযোগিতার পথ খোলা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক তিন দলের জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ওয়ার্কার্স পার্টি এবং জাসদকে তিনটি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেয়া হয়েছে। তবে এসব আসনগুলোতে শরীক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও তাদেরকে মোকাবেলা করতে হবে স্বতন্ত্র প্রার্থীদের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতটি আসনে ১৪ দলের শরীকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার নির্বাচন করবে বরিশাল ৩ থেকে।
রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা এবং মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নিবেন সাতক্ষীরা-১ আসন থেকে। আর কুষ্টিয়া ২ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিবেন। এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের প্রার্থী পিরোজপুর-২ থেকে। এ সাতটি আসনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।
তবে তরিকত ফেডারশন কিংবা ১৪ অন্য শরীক দলগুলোকে আর কোনো আসন ছেড়ে দেয়া হবে কিনা তা সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয় নি বলেও জানিয়েছেন ১৪দলের মুখপাত্র আমির হোসেন আমু।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি