দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াসহ সারাদেশে নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জেলার ডিসি নিয়োগ বাতিল ও ৪ জেলায় নতুন ডিসি রদবদল করা হয়েছে। এর ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারহানা ইসলাম কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে আসছেন না। তিনি গত সোমবার নিয়োগ প্রাপ্ত হন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন জানতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নিয়োগ বাতিল হয়েছে অন্যজেলাগুলো হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর।
সিনিয়র সচিব বলেন, নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপ-সচিব পর্যায়ের একদল কর্মকর্তা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি