দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্কুলের সহপাঠী ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে কুষ্টিয়ার সদর উপজেলায় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ৮ ছাত্রকে বিদ্যালয়ে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা পাওয়া সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
প্রধান শিক্ষক জানান, বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল দশম শ্রেণির ওই ৮ ছাত্র। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের লোকজন আগেও বিষয়টি জানিয়েছিল। তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৮ ছাত্রকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা জারির বিদ্যালয়ে উপস্থিত ছিলেন হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদসহ স্থানীয়রা।
এ বিষয়ে চেয়ারম্যান মুশতাক বলেন, বিষয়টি শুনে তিনি সেখানে যান। উত্ত্যক্তের ঘটনা সঠিক বলে তিনি নিশ্চিত হয়েছেস বলে জানান। বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসনও অবগত রয়েছে দাবি করেন মুশতাক।
জানকে চাইলে, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, এ ঘটনার সত্যতা উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্কুলের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় এজন্য ঐ ছাত্রদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি