আহসান মুজাহিদ/
আঠারোশ শতকের গোড়ার দিকে জন্ম নেয়া কুষ্টিয়ায় জন্ম নেয়া সমাজসেবী, সমাজ সংস্কারকদের অন্যতম কুমারখালী উপজেলার সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাহতাব উদ্দিনের ১১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৯০৬ সালে মৃত্যুবরণ করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ৯৪ বছর আগে।
মঙ্গলবার মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মরহুমের পরিবারের সদস্য কমরউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী বিশ^বিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক প্রকাশক ড. আমানুর আমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন আহমেদ, কবি ও গবেষক সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস, মরহুমের উত্তরাধিকার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. আরমান উদ্দিন আহমেদ ও মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বিশ^াস। স্বাগত বক্তব্য মরহুমের পরিবারের সদস্য আহমেদ মাহমুদ।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশনাফুল ইসলাম হেলাল, রেজাউর রহমান খান, আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও চর্যাপদ কুষ্টিয়ার সভাপতি আনোয়ার কবির বকুল।
বক্তারা বলেন, শিক্ষা ও সমাজ সংস্কারে কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আহমেদ পরিবারের অবদান রয়েছে। তার রেখে যাওয়া উত্তরাধিকারদের মধ্যে মৌলভী সামস উদ্দিন আহমেদ ছিলেন অবিভক্ত ভারতের তিনবারের মন্ত্রী। তার উদ্যোগেই ৯৪ বছর আগে সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গোড়াপত্তন হয়। এছাড়াও এ্ই পরিবারের প্রত্যক্ষ সহযোগীতায় কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া মুসলিম হাই স্কুল, কুষ্টিয়া হাই স্কুল, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
বক্তারা মহেুমের কর্মের মূল্যায়ন করে বলেন যে, তার অবদান হাজার বছর ধরে ঠিকে থাকবে।
মরহুমের আত্মার মাগঢেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মরহুমের পরিবারের সদস্য ইমরান উদ্দিন আহমেদ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি