দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত থেকে আমদানি করা আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালান খালাস করা হয়েছে বেনাপোল বন্দরে। বুধবার রাতে আমদানিকারক প্রকিষ্ঠান কাস্টমস থেকে ছাড় করিয়েছে। আশা করা যাচ্ছে এই ডিম আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বাজারে পৌঁছাবে।
ভারতের হাইড্রোল্যান্ড সলিউশন মঙ্গলবার রাতে ডিমের এ চালান নিয়ে আসে।
নতুন করে আমদানি করা এসব ডিমের উপর নতুন শুল্ক কাঠামো অনুসারে ১৩ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে, যা পূর্বে ছিল ২৫ শতাংশ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক হার বহাল থাকবে।
হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজীব জানান, ‘নতুন নির্ধারণ করা শুল্কে ডিম খালাস নেয়া হয়েছে। এই ডিম আজ (বৃহস্পতিবার) বাজারে আসবে।
ডিমের বেগতিক বাজারে দর কমাতে সরবরাহ বৃদ্ধির চিন্তা করে সরকার। দেশে চাগিদার তুলানায় উৎপাদন কমে যাওয়ায় ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত হয়।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর ৮ থেকে অক্টোবর ৩০ পর্যন্ত বেনাপোল দিয়ে পাঁচটি চালানে মোট ১১.৫৯ লাখ ডিম আমদানি করা হয়েছে বাংলাদেশে। অবশ্য গত বছরের ৫ নভেম্বর আমদানিকারক ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করেছিল।
কিন্তু আমদানির পরও ডিমের বাজারে পর্যাপ্ত স্থিতিশীলতা না ফেরায় আমদানি করা ডিমের উপর শুল্ক কমানোর দাবি উঠে। এরপর সরকার ১৭ অক্টোবর শুল্ক কমানো সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশটি বেনাপোল কাস্টমসে আসে ২০ অক্টোবর। আদেশ পাওয়ার পর ২১ অক্টোবর একটি চালানের ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম কম শুল্কে মাত্র ৭৬ পয়সায় শুল্কায়ন করা হয়।
বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, কম শুল্কে গত ২১ অক্টোবর ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাস দেয়া হয় এবং গতকাল ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাস দেয়া হয়েছে।
আগে প্রতিটি ডিমের ওপর ১.৯৬ টাকা শুল্ক আরোপ করা হতো, যা এখন ৭৭ পয়সা। আমদানিকৃত এই ডিম স্থানীয় বাজারে প্রতি পিস ৯ টাকায় বিক্রি হবে বলে আশা করা হয়।
শুল্ক হ্রাসের ফলে ডিমের মূল্য আরও কমার সম্ভাবনা ছিল, বলে অভিমত ঐ কর্মকর্তার। ”কিন্তু ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল হচ্ছে বলে মনে হয় না,” জানান ঐ কর্মকর্তা।
এ কর্মকর্তা জানান, সরকার আরও কিছু আমদানিকারক প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিয়েছে। এরা বাজারে ডিম নিয়ে এলে এ অবস্থার উন্নতি হতে পারে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি