দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি নির্মাণধীন ভবন থেকে রড পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ৫টার দিকে শহরের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী জানান, এটি একটি ১০ তলা ভবন। ভবনের ৬ তলার নির্মাণ কাজ চলছে।
তিনি জানান, সেখানে শ্রমিকরা টাওয়ার ক্রেন ব্যবহার না করে খুবই ম্যানুয়াল পদ্ধতিতে সাধারণ দড়িতে বেঁধে ভারি রড তোলার কাজ করছিলেন। রড ৪ তলা পর্যন্ত উঠার পর উপরে থাকা শ্রমিকদের হাত থেকে দড়ি ছিড়ে নিচে থাকা ৫ জন শ্রমিকের উপর পড়ে।
ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আরেকজন মারা যান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
শ্রমিকদের নাম ও পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই নির্মাণাধীন বাড়ির মালিক আবুল কাশেম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি