দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ওর্য়াড কমিটির সাধারণ সম্পাদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজবাড়ী সদর উপজেলার ৩ নং বেড়াডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম তানভীর শেখ (২২)। তিনি সদও উপজেলার বিনোদপুর এলাকার বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ২০২০ সালে ২৩ ডিসেম্বর থেকে এ দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছেন রাজবাড়ী পৌর শাখা ছাত্রলেিগর সভাপতি আরফানুল হক অন্তর।
তানভীর ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, রাত ৯টার দিকে ৩নং বেড়াডাঙ্গা এলাকায় বাড়ীর নিকটেই তানভীরকে আক্রমণ করা হয়। ৪ জন দূর্বৃত্ত তাকে ৫/৬ মিনিট ধরে কোপায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি সব বের হয়ে যায়। মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের সহায়তার তার পরিবারের সদস্যরা তানভীরকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করা হয়। রাত ১০টারি দিকে পথে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম কিনতে গেলে তার উপর হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের পরিবারের একজন সদস্য জানান. রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, তানভীরকে হুমকি দেয়া হচ্ছিল। এ কারনে তিনি দীর্ঘদিন কলেজে যাওয়া থেকে বিরত ছিলেন। সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বান্দরবন পাঠান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব তানভীরের মৃত্যু নিশ্চিত করে জানান বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি