দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কারাগার থেকেই বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের অধীনে এবারের বিএসএস পরীক্ষায় অংশ নেবেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেন এ আদেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি ২৫ সেপ্টেম্বর ঢাকায় র্যাবের হাতে আটক হন। ঐ দিনই তাকে রাজবাড়ী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। সেই থেকে তিনি ঐ কারাগারেই রয়েছেন।
ওই মেয়রের পক্ষে আবেদন করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট উজির আলী সেখ জানান, মেয়র তিতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডা. আবুল হোসেন কলেজের বিএসএস শিক্ষার্থী। ২৯ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। আদালতের আদেশে মতো তিনি ঐ কলেজের অধীনেই জেল বসে পরীক্ষায় অংশ নেবেন। সারাদেশের মতো রাজবাড়ীর ৫টি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের
আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপ-আঞ্চলিক পরিচালক আইনুল হক জানান সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি