দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে বিশ^বিদ্যালয়ের ঢাকাস্থ রেস্ট হাউজ ব্যবহার বাবদ পাওনা প্রায় ২ লাখ ৬৭ হাজার টাকার বিষয়টি অস্বীকার করায় তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
উক্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তর থেকে একটি চিঠি দেয়া হয় আলমগীর হোসেন ভ‚ঁইয়াকে সেখানে বলা হয় ‘কোষাধ্যক্ষ থাকাকালীন রেস্ট হাউসের ৩০৩ নম্বর কক্ষটি ২১ সালের অক্টোবর থেকে ২৪ সালের আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ১৪ দিন তার দখলে ছিল। এর মধ্যে ১২৪ দিন তার অনুমতিক্রমে আসা অতিথিরা অবস্থান করেছেন এবং এর বিপরীতে ভাড়া পরিশোধ হয়েছে। বাঁকি ৮৯০ দিনের ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা তিনি অদ্যাবধি পরিশোধ করেন নি।
এই চিঠির জবাবে ড. আলমগীর আরেকটি চিঠি দেন প্রশাসনে। সেই চিঠিতে তিনি দাবি করেন, ভর্তি পরীক্ষাসংক্রান্ত গোপনীয় কাজ করার জন্য প্রশাসনিকভাবে আলোচনা করে একটি কক্ষ উপ-উপাচার্য এবং একটি কক্ষ কোষাধ্যক্ষকে ব্যবহারের জন্য দেওয়া হয়। সে মোতাবেক ১৮ দিন কক্ষটি তারা ব্যবহার করেছেন। দুজন মিলে কক্ষটি ব্যবহার করলেও শুধু তার নামে বিল দাখিল করা হয়েছে।
এদিকে, পুরো বিষয়টিই অস্পষ্ট বলে অভিহিত করেছেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এস্টেট অফিসের আরেক কর্মকর্তা জানান, বিল পরিশোধের জন্য পত্র প্রেরণের কোন প্রয়োজন নেই। কোন শিক্ষক/কর্মকর্তা রেস্ট হাউজ ব্যবহার করলে অটোমেটিক্যালি রেস্ট হাউজের কর্মকর্তারা তার নামে বিল করে বিশ^বিদ্যালয় এস্টেট অফিসে প্রেরণ করে থাকেন। সে বিল পরীক্ষা করার পর হিসাব শাখায় প্রেরণ করা হলে হিসাব শাখা ব্যবহারকারীর বেতন থেকে কর্তন করে সমন্বয় করে থাকে। এক্ষেত্রে তেমনটি করা হয়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি