দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জামায়াতে ইসলামীর সমাবেশের পর অপিরচ্ছন্ন কুষ্টিয়া সরকারী কলেজ মাঠ পরিস্কার করলো ছাত্রদলের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়ার সদস্যরা।
এ সংগঠনটির পৃষ্ঠপোষক কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
জানা গেছে, কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে শনিবার সমাবেশ করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষ হওয়ার পর মাঠে জমে যায় প্রচুর আবর্জনা। কলেজ মাঠে সারাদিনই শিক্ষার্থীদের আনাগোনা থাকে। এতে কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়ে।
বিষয়টি জানতে পেরে জাকির হোসেন সরকার কলেজ মাঠ পরিস্কারের নিদের্শনা দেন। তার নির্দেশনা পেয়ে কুষ্টিয়া জেলা, শহর, সদর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতার এই কার্যক্রমে অংশ নেন। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
সংগঠনের প্রতিষ্ঠাতা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, ‘আমরা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন কুষ্টিয়া চাই। এ জন্য আমরা ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়ার সদস্যরা মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিই।
তিনি সবাইকে নিজ নিজ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখাার অনুরোধ জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি