March 24, 2025, 6:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত-বাংলাদেশের দর্শনা সীমান্তের ওপাড়ে কাছাকাছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কিশানগঞ্জ থানার মাঝদিয়া শহরের নাগঠা এলাকা থেকে তিনটি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে ৬২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
উদ্ধার করা ফেনসিডিল কোডিন-ভিত্তিক কফ সিরাপ। হালকা মাত্রার নেশা তৈরিতে এগুলো সেবন করা হয়ে থাকে।
বিএসএফ শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, বিএসএফের দক্ষিণবঙ্গ ৩২ ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। এই অভিযান বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকায় বিএসএফ চালিত অপারেশন ‘অপস এলার্ট’র অংশ।
উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ১,৪০,৫৮,৪৪৪,” বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের একটি প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এসব দ্রব্য ভারতের উত্তর প্রদেশ থেকে সংগ্রহ করা হয়ে থাকে।
বিএসএফ জানিয়েছে, একটি সেপটিক ট্যাঙ্ক হিসেবেই তৈরি করা হয়েছিল ঐ বাঙ্কার। পরে সেটিকে ঐ মাদক রাখার স্টোর করার জন্য বাঙ্কার হিসেবে ব্যবহার করা হতে থাকে। তবে ঘটনাস্থল থেকে কাউকেই গ্রেপ্তার করা যায়নি। জমির মালিক থেকে শুরু করে আশপাশের অনেকেই পলাতক। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
বিএসএফ জানিয়েছে, ঐসব দ্রব্য বাংলাদেশে পাচারের জন্য জমা করে রাখা হয়েছিল। এই উদ্ধার কার্যেও মধ্য দিয়ে বিএসএফ এলালাকার সক্রিয় চোরাচালান নেটওয়র্কের গভীরতা এবং তাদের কাজ করার পদ্ধতি উন্মোচন করেছে” এবং “এত বড় পরিমাণে ফেন্সিডিল উদ্ধার” এলাকায় চোরাচালানের প্রচেষ্টায় বড় আঘাত বলে ধরা হচ্ছে।
বিএসএফ বলছে, এই জটিল চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের প্রকাশের দিকে পরিচালিত হতে পারে।
এই জব্দকরণ এমন সময়ে ঘটেছে, যখন ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে উত্তেজনা বিরাজ করছে। ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় সীমান্ত বেড়া নিয়ে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
এই সপ্তাহের শুরুতে, বিএসএফ ৪,০৯৬ কিমি দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে “অপারেশন অ্যালার্ট” ঘোষণা করেছে, যেটি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সপ্তাহে পালন করা হবে।
এই “অপারেশন অ্যালার্ট” মহড়াটি ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফের ইস্টার্ন কমান্ড দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানে সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হবে।
জানা যায়, ২০২৪ সালের পুরো বছরে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত ১,৭৩,৬২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে, যার মূল্য প্রায় ৩.৬ কোটি।
Leave a Reply