দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে দুই দিনের রিমান্ড মনজুর করেছে আদালত।
আজ (বৃহস্পতিবার) মেহেরপুর জুডিশিয়াল আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আকতার এ আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে । এর মধ্যে দুটি মামলায় তাকে মেহেরপুরে আদালতে হাজির করা হয়। মামলা দুটি হলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও চাঞ্চল্যকর জামায়াত নেতা তারিক হত্যা মামলা। দুটিতেই ফরহাদের সংযোগ রয়েছে মর্মে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়।
জেলা পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করে এবং জেলা কারাগার ও আদালত চত্বরে টহল বৃদ্ধি করা হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন
আমান, কুষ্টিয়া
৩০/১/২০২৫
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি