দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া-ঘোড়ামারা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত দুজনের মধ্যে একজন নারী। তার নাম তানিয়া আক্তার (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নিহত আরেকজন পুরুষ। বয়স আনুমানিক ৫০, পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, ট্রাকের ডান চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আটোরিকসার মুখোমুখি হলে দুর্ঘটনাটা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি