দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৬ বাংলাদেশি কিশোর কিশোরীকে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা কিশোর কিশোরীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সবাইকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সেখান থেকে তাদেরকে আইনি সহায়তা দিতে রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।
রাইট যশোর এনজিও সিনিয়ার অফিসার তৌফিকজ্জুামান জানান, তারা আজ আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুলিশের কাছ থেকে গ্রহন করবেন এবং সবাইকে নিজ নিজ ঠিকানায় ফিওে যেতে সহায়তা করবেন। এছাড়া ফেরত আসা কিশোর কিশোরী যদি দালালের বিরুদ্ধে মামলা করতে চায়লে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, সবাই যে ভারতে পাচার হয়েছিলেন তা নয়। অনেকেই ভাল কাজের আশায় দালালদের প্রলোভনে পড়ে সীমান্ত পথে ভারতে যায়।
তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি