দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় গ্রিল ভেঙে ও ভল্ট কেটে ৮ লাখ টাকা সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার খুলে নিয়ে গেছে।
সোমবার (৩ মার্চ) রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ব্যাংকের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা পুলিশের একটি দল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের এ ব্যাংকিং শাখাটি ছিল।
এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা সবাই চলে যান। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখেন, ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।
এ ঘটনায় মঙ্গলবার ব্যাংকটির সকল ধরনের কার্ষক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
ইতোমধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, এজেন্ট ব্যাংকের চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ, গোয়েন্দা সংস্থার একাধিক টিম চক্রটিকে ধরতে কাজ শুরু করেছে।
ব্যাংকের জেলা পর্যায়ের কোন কর্মকর্তা এ নিয়ে কথা বলতে রাজি হননি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি