দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার শহরের বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়ে মোটরসাইকেল চালক পিতা কাদের লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তাঁর ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮)।
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, আহত কাদেরের অবস্থাও আশঙ্কাজনক।
ঐ পুলিশ কর্মকর্তা জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাকটি জব্দ করা যায়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি