দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মুসলিম উম্মাহর মধ্যে আরো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহŸানের মধ্য দিয়ে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় পালন করছে ঈদ। এই ঈদের মধ্য দিয়ে এই দিনে ধর্নী-নির্ধন, সাদা-কালো সকল মুসলিম এক কাতারে মিলিত হয়। যেখানে মুখে থাকে এক একত্ববাদ ‘আল্লাহু আকবর ধ্বনী। এই ঐক্যকে ধরে রাখার আহŸান জানানো হয়েছে ঈদের জামাতগুলোতে।
বলা হয়েছে ইসলাম গোটা মুসলিম জাতির মধ্যে ভাষা, বর্ণ আর রাষ্ট্রের সীমানা পেরিয়ে এক অনুভুতি তৈরি করেছে, ধর্মীয় ঐক্যের বীজ বপন করেছে। মুসলিম উম্মাহর ধর্ম পালন পদ্ধতি আহলে হাদিস, কেয়ামি, মাজহাবপন্থী, তাবলিগি, পীরবাদী, সুফিবাদী, জামাতপন্থী, কট্টর শরিয়তপন্থী, কট্টর মারেফতপন্থী, মৌলবাদী, সমাজ ও রাজনীতি নিয়ে মতভেদ হলেও একত্ববাদ, নামাজ, রোজা, হজ, জাকাত, জান্নাত, জাহান্নামসহ মৌলিক বিষয়ে সবাই একমত। শাখাগত এসব বিষয়ে বৃহত্তর ঐক্য গঠনে অন্তরায় নয়।
তাই আবারও বলা হয়েছে যে অনৈক্য মুসলমানদের শক্তি নিঃশেষ করে দিচ্ছে।
চাঁদ দেখার উপর ভিত্তি করে আজ সোমবার ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশ, ভারত, মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ভারত, ইন্দোনেশিয়া,মালয়েশিয়াসহ ১৬টি দেশের মুসলমানরা। রোববার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে।
সরকারীভাবে ঘোষণার মধ্য দিয়ে এসব দেশে পালিত হচ্ছে ঈদ।
এর আগে, শনিবার সৌদি আরব,কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই দেশগুলোতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, ফিলিস্তিনসহ কয়েকটি দেশ শনিবার জানায়, তাদের দেশে চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার ঈদ উদযাপন করেছে দেশগুলো। তবে ইরান, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশেয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, রোববার ৩০ রমজান পালিত হবে।
এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সোমবার ঈদ উদযাপিত হচ্ছে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হচ্ছে।
ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার ঈদ উদযাপন করছে ইরাক। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট নিজস্বভাবে শনিবার চাঁদ দেখে রোববার ঈদ উদযাপন করেছে।
একইভাবে লেবানন সোমবার ঈদ উদযাপন করছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি