দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করতে ভারত আগ্রহী।
তিনি বলেন, রাস্তা সংস্কার, যাত্রী পারাপার বাড়ানো এবং ব্যবসায়ীসহ ভারত গমনে ভিসা জটিলতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমার এই সফর ভূমিকা রাখবে। হিলি স্থলবন্দরে বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে, এগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই দেশই যেন উপকৃত হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।
মনোজ আজ দিনাজপুরের হিলিতে আমদানি-রপ্তানিকারক গ্রুপ কার্যালয়ে হিলি স্থলবন্দর ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বৈঠকে একথা বলেন।
তিনি আরো বলেন, হিলি স্থলবন্দরে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে স্থলবন্দরের কার্যক্রম আরো গতিশীল করা হবে। ভিসা জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন, হিলি কাস্টমসের সহকারী কমিশনার মো. নাজমুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
এর আগে সকালে তিনি রাজশাহী থেকে বেলা ১২টার দিকে হিলিতে পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেখানে তিনি দু’দেশের কাস্টমস, ইমিগ্রেশন পরিদর্শন করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি