দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী ১৮ এপ্রিল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ-এর মহোৎসব। দীর্ঘ দশ মাসের পথ পরিক্রমায় বাছাইপর্ব এবং স্টুডিও পর্বগুলো শেষে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষ এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। কোটি দর্শকের অধীর অপেক্ষা - কে হবে এবারের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর সেরাদের সেরা? দেশজুড়ে ৯ টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং ১৯টি স্টুডিও পর্বের জমজমাট প্রতিযোগীতার মাধ্যমে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে নেওয়া হয় শীর্ষ ছয় প্রতিযোগীকে। চূড়ান্ত পর্যায়ের সেরা ৬ বাংলাবিদ হলো-বরিশালের আদিবা মহসিন, সিলেটের প্রিয়ন্তি দাশ প্রান্তি, চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী , খুলনার সানিয়ান শুভ্র বিশ্বাস, ঢাকার রিফা তাসনিয়া, চট্টগ্রামের অভিষেক দাশ। যারা লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) রাজধানী ঢাকার বাংলাদেশ চীন - মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মহোৎসব আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় ও লাইভ দেখা যাবে ইস্পাহানি মির্জাপুর ফেসবুক পেইজে।
মহোৎসবের সেরা ৬ বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নিবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নিবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাচ্ছে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি