দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শনিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার হওয়া ২ আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে জেলে পাঠিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।
রোববার পুলিশ তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে ওই রাতেই কুষ্টিয়া মডেল থানায় নেওয়ার পর পূর্ব দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এরপর রাতেই তাদেরকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) খাইরুজ্জামান বলেন, রেজাউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরে শুনানি হবে।
অপর দিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপির কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি