দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইরানের কয়েক ডজন পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিতে শুক্রবার (১৩ জুন) ভোর ৪টার দিকে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এ ছাড়া তেহরানে রেভ্যুলশনারি গার্ডের সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় দুইজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।
এই হামলার কেতাবি নাম দেয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা রুখে দিতেই এই হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদও এই অভিযানে অংশ নেয়। তারা ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় গুপ্তচরবৃত্তি ও নাশকতা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
রয়টার্স বলছে, রাজধানী তেহরানে আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে। ইরান নিশ্চিত করেছে, তাদের সাতটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। তিনি বলেছেন, কিছুক্ষণ আগে ইসরায়েল 'অপারেশন রাইজিং লায়ন' শুরু করেছে। এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকিকে প্রতিহত করতে একটি সামরিক অভিযান। এই হুমকি দূর করতে যত দিন সময় লাগবে, তত দিন এই অভিযান চলবে।
ইসরায়েলের সামরিক একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ইরানের কয়েক ডজন পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে ইরান থেকে সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, আমাদের প্রজাতন্ত্রের বিরুদ্ধে চালানো এই আগাম হামলার প্রতিশোধে খুব শিগগিরই ইসরাইলের বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হতে পারে।
এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে ইরান যদি সরাসরি ইসরাইলকে টার্গেট করে প্রতিশোধ নেয়, তাহলে এটি গোটা অঞ্চলে বিস্তৃত যুদ্ধের রূপ নিতে পারে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি