দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত না হলে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে। এমন হুঁশিয়ারি দিয়ে পরিপত্র জারি করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জানা গেছে, দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ জুন জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে জামুকার ৯৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কার্যক্রম শুরু করেছে। বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ যাচাইকালে প্রায়ই দেখা যায়, কিছু কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, দুর্নীতির সঙ্গে সম্পর্কিত, ভিত্তিহীন ও হয়রানিমূলক এবং অনেকে অভ্যাসগতভাবে একই অভিযোগ বারবার করে।
এ ক্ষেত্রে ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান নেই। এতে করে হয়রানিমূলক ও ভিত্তিহীন অভিযোগ দিন দিন বাড়ছে। অনেক অভিযোগ এর আগে যাচাই-বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হওয়ার পরও একই ব্যক্তি ফের অভিযোগ করছে, যা যাচাই-বাছাই করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের প্রচুর সময় ও সরকারি অর্থের অপচয় হচ্ছে। পরে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে এসব মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত প্রজ্ঞাপন জারির প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যাচাইকালে দেখা গেছে, এর বেশির ভাগ হয়রানিমূলক। এ কারণে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা শেষ জীবনে হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভায় উপস্থাপন করা হলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক ও অভ্যাসগতভাবে অভিযোগ দাখিল থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
এর ব্যত্যয় ঘটলে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের বা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি