দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ইবরাহিম বাবুর (২৮) মরদেহ সাত দিন পর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকের পর ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দর্শনা থানা পুলিশ মরদেহ গ্রহণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, “নিহতের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ঝাঁঝাডাঙা গ্রামের বাসিন্দা ও কৃষক মো. ইবরাহিম বাবু স্থানীয় সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের গুলিতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি