দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন এবং এ তথ্য জানান।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাতে জানা যায়, মোট ১,৩৮,৮৫১ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১,০২,৩১৯ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ১৫,৪১০ জন শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫।
বিভাগভিত্তিক ফলাফল নিম্নরূপ:
বিজ্ঞান বিভাগে ৩৯,৮৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৬,১৭৭ জন পাস করেছে। এর মধ্যে ১৩,৩৭৪ জন পেয়েছে জিপিএ-৫।
মানবিক বিভাগে ৮৩,৪৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, পাস করেছে ৫৩,৮৩১ জন; জিপিএ-৫ পেয়েছে মাত্র ১,৩৭৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫,৫৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে পাস করেছে ১২,৩১১ জন; ৫৫৭ জন পেয়েছে জিপিএ-৫।
ফলাফলের সাথে পূর্ববর্তী তিন বছরের পাসের হার তুলনা করে দেখা যায়:
২০২৪ সালে পাসের হার ছিল ৯২.৩৩ শতাংশ,
২০২৩ সালে ছিল ৮৬.১৭ শতাংশ,
আর ২০২২ সালে ছিল ৯৫.১৭ শতাংশ।
প্রেস ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান জানান, এ বছর বোর্ডের অধীনে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি