দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন কুমারখালী পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ও পৌর পার্কিংয়ের ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং উপজেলা যুব জামায়াতের নেতা সাইফুল ইসলাম শোভন (৩০)। রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শোভন বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব হোসেন পৌরসভার যানবাহন পার্কিং ও চলাচল সংক্রান্ত দায়িত্ব এক বছরের জন্য ইজারা নেন, যার মূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকা। বুধবার বিকেলে রাকিবের লোকজন কাজীপাড়া মোড়ে যানবাহন থেকে পার্কিং ফি আদায়ের সময় শোভনের এক অটোচালক বন্ধুর কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
চাঁদার অভিযোগে অটোচালক শোভনকে ফোন দিলে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে রাকিবের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাকিব ও শোভন আহত হন।
আহত রাকিবের বন্ধু মো. বাপ্পী জানান, “প্রথমে শোভন গালিগালাজ করছিল। পরে আরও ৫-৭ জন নিয়ে এসে রাকিবকে কুপিয়ে চলে যায়।”
অন্যদিকে, যুব জামায়াত নেতা শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, “তার বন্ধুর কাছ থেকে চাঁদা না নিতে বলায় আমাদের ওপরই হামলা হয়েছে। আমার হাত কেটে গেছে, তবে কে করেছে জানি না।”
এ বিষয়ে কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, “রাকিব বিএনপির সক্রিয় নেতা। তার মাথায় একাধিক কোপ লেগেছে। অস্ত্রোপচারের জন্য তাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।”
উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন বলেন, “তার ছেলে (শোভন) কোনো মারামারির লোক নয়। পুরো ঘটনা পরে খতিয়ে দেখা হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ইজারার টাকা তোলা নিয়ে এই ঘটনা ঘটেছে। দুই পক্ষই সংঘর্ষে জড়িয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি