দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াইয়ে তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে আমরা বিজয় ছিনিয়ে আনব।”
বক্তব্যদানকালে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি বসে থেকে বক্তব্য চালিয়ে যান।
তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনের পর অনুকূল পরিবেশে আমরা সমাবেশ করছি। দীর্ঘ দেড় দশকের অন্ধকার যুগে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন—প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন—আমরা তাঁদের কাছে চিরঋণী।”
দুর্নীতির বিরুদ্ধে জামায়াত ইসলামী কীভাবে অবস্থান নেবে, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলাম যদি সরকার গঠন করে, তাহলে কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট গ্রহণ করবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না, নিজের হাতে অর্থ লেনদেন করবেন না। বরাদ্দ পাওয়া প্রকল্পের কাজ শেষ হলে, সেই কাজের পূর্ণ বিবরণ জাতির সামনে প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না। কাউকে চাঁদা দিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না। এমন বাংলাদেশই আমরা গড়তে চাই।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমি এখানে জামায়াতের আমির হিসেবে নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের একজন হয়ে কথা বলতে এসেছি। শিশুদের বন্ধু, যুবকদের ভাই, প্রবীণদের সহযোদ্ধা হিসেবে এসেছি মুক্তির বার্তা নিয়ে। এই লড়াই কেবল নির্দিষ্ট শ্রেণির জন্য নয়, পরিচ্ছন্নতাকর্মী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি আফসোস করে বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের কাতারে থাকতে পারিনি, এটা আমার জীবনের দুঃখ। আমি মানুষের রক্তচক্ষুকে ভয় করিনি, জেল-জুলুমের তোয়াক্কা করিনি। দোয়া করবেন, ভবিষ্যতের লড়াইয়ে যেন আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেন।”
দুপুর ১২টা ১৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান জামায়াত আমির। তার আগমনে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
সমাবেশজুড়ে বারবার উঠে আসে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি